×

সারাদেশ

মধ্যনগরে সরকারি জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

Icon

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মধ্যনগরে সরকারি জমি দখল  করে ভবন নির্মাণের অভিযোগ

রাসেল আহমদ, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদরের মধ্যনগর মা ও শিশু কল্যাণকেন্দ্র (ইউএনওর অস্থায়ী কার্যালয়) সংলগ্ন পাশাপাশি দুটি টিনশেড পাকা ভবন। সবুজ টিনের ছাউনি ও জানালায় থাই গøাস লাগানো ভবন দুটিতে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সোমেশ্বরী ও উব্দাখালী নদীতে ব্রিজ নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তমা কনস্ট্রাকশন (প্রা.) লিমিটেড’ এর অফিস ও বাসভবন হিসেবে এটি ব্যবহৃত হয়। তমা কনস্ট্রাকশনের সার্ভেয়ার রাসেল মিয়া জানালেন, এই ভবন দুটি তাদের নিজেদের টাকায় নির্মাণ করা হয়েছে। তবে তিনি শুনেছেন ক্রয়সূত্রে এই জায়গার মালিক সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ভাই মোজাম্মেল হোসেন রোকন। এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

তবে স্থানীয়রা জানান, মধ্যনগর বাজারসংলগ্ন এই জায়গাটি সরকারি খাস খতিয়ানভুক্ত। তমা কনস্ট্রাকশন ব্রিজের কাজ শেষে চলে যাওয়ার পর এই দুই ভবনের মালিক হলেন সাবেক এমপির ভাই রোকন। এমনটিই শুনেছেন তারা। স্থানীয়রা আরো জানান, মধ্যনগর বাজারের আশপাশের সব সরকারি জমি দখল করে গড়ে উঠেছে প্রভাবশালীদের শতাধিক পাকা, আধাপাকা ও টিনশেড ভবন। বাজারের আশপাশের অধিকাংশ খাস জায়গা প্রভাবশালীরা ভাগবাটোয়ারা করে দখলে নিয়ে স্থায়ীভাবে ঘর বা ভবন নির্মাণ করায় ক্ষুব্ধ স্থানীয়রা। তবে প্রভাবশালী এসব দখলদারদের বিরুদ্ধে ভয়ে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চান না। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সদরে মধ্যনগর বাজারের ও বাজারসংলগ্ন সরকারি খাস জায়গা ভাগবাটোয়ারা করে দখল করে যার যার মতো করে হাফবিল্ডিং ঘর ও একতলা থেকে শুরু করে অনুমান শতাধিক বহুতল ভবন নির্মাণ করেছেন এলাকার প্রভাবশালী অর্ধশতাধিক ব্যক্তি।

সরজমিন দেখা যায়, মধ্যনগর বাজারসংলগ্ন বসুন্ধরা নামে একটি মহল্লা রয়েছে। স্থানীয় প্রভাবশালীরা সিন্ডিকেটের মাধ্যমে সরকারি জায়গায় স্থায়ীভাবে হাফবিল্ডিং, এক তলা ও তিন তলা পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ভবন নির্মাণ করেছেন। পরে এ মহল্লার নামকরণ করা হয়েছে বসুন্ধরা। নাম প্রকাশে অনিচ্ছুক বসুন্ধরা মহল্লার এক বাসিন্দা বলেন, সবাই যেভাবে দখল করেছে আমিও ঠিক সেভাবে দখল করেছি। তবে বসুন্ধরা মহল্লায় অধিকাংশ বিল্ডিং উঠেছে সরকারি খাস জায়গায়।

উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোহাম্মদ অলিদুজ্জামান ভোরের কাগজকে বলেন, মধ্যনগর বাজার ও এর আশপাশের তিনটি স্পটে আমরা সরকারি জায়গায় নির্মিত সব স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিয়েছি। স্পটগুলো হচ্ছে মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন সরকারি জায়গায় নির্মিত বহুতল ভবনসহ সব বেআইনি স্থাপনা উচ্ছেদ, মধ্যনগর মা ও শিশু কল্যাণকেন্দ্র-সংলগ্ন সাবেক এমপি রতন সাহেবের ভাই রোকনের দুটি ভবনসহ আশপাশে সরকারি জায়গায় নির্মিত সব ভবন ও স্থাপনা উচ্ছেদ এবং মধ্যনগর বিপি স্কুল ও কলেজের বিপরীতে নদীর পাড় পর্যন্ত সরকারি জায়গায় গড়ে ওঠা বসুন্ধরা মহল্লা নামে একটি এলাকায় নির্মিত আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলো উচ্ছেদ করা হবে। ইতোমধ্যেই মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিসসংলগ্ন সব বেআইনি স্থাপনা উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। অন্য দুটি স্পটে উচ্ছেদ অভিযানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪২ বছর আগের স্মৃতি ফেরালেন শান্ত

৪২ বছর আগের স্মৃতি ফেরালেন শান্ত

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

জাতিসংঘে মোদি ও ইউনূসের বৈঠক হচ্ছে না

জাতিসংঘে মোদি ও ইউনূসের বৈঠক হচ্ছে না

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজ যা দেখবেন

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজ যা দেখবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App