×

সারাদেশ

প্রকৌশলী সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Icon

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাগুরার মহম্মদপুর উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী সাদ্দাম হোসাইনের বিরুদ্ধে কাজ না করে বিল তোলা, আত্মীয়কে কাজ পাইয়ে দেয়া, ঘুষ আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ভুক্তভোগী ঠিকাদাররা নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে প্রধান প্রকৌশল দপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র জমা দিয়েছেন। কিন্তু প্রকৌশলী সাদ্দামের কিছুই হচ্ছে না। তিনি সবাইকে ম্যানেজ করে বহাল তবিয়তে চাকরি করছেন। ২০২৩-২৪ অর্থবছরে তার দপ্তরের কার্যসহকারী নাজমুল হোসেন সাদ্দামের স্ত্রীর মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান নাহিয়ান ট্রেডার্সকে কাজ পাইয়ে দেন। কিন্তু নাহিয়ান ট্রেডার্সের ওটিএম পদ্ধতিতে দরপত্রের অংশগ্রহণের যোগ্যতাই ছিল না বলে অভিযোগ করেন ঠিকাদাররা। অভিযোগে আরো জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে সাদ্দাম উপজেলায় সহকারী প্রকৌশলীর আরো এক আত্মীয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান আর এস করপোরেশনকে কাজ পাইয়ে দেন। শুধু তাই নয় কেবলমাত্র একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দরপত্রের অংশগ্রহণ করিয়েই তিনি কাজ দিয়ে দেন এবং নেপথ্যে তিনি নিজেই ব্যবসা করেন। জানা যায়, গত ১৩ আগস্ট প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে প্রধান প্রকৌশলীর (এলজিইডি) কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠানগুলো।  প্রতিষ্ঠান হলো মেসার্স আজমাইন ট্রেডার্স, মেসার্স করিম ট্রেডার্স, জিনিয়া জাইফা ট্রেডার্স, মেসার্স রাজু এন্টারপ্রাইজ, মেসার্স নভেরা সারাহ এন্টারপ্রাইজ, মেসার্স আজিফা এন্টারপ্রাইজ, মেসার্স জি এম এন্টারপ্রাইজ, মেসার্স ঢাকা ট্রেডার্স, মেসার্স এম অ্যান্ড এম এন্টারপ্রাইজ, মেসার্স রাজিয়া এন্টারপ্রাইজ, মাহির এন্টারপ্রাইজ, মেসার্স আল-রাফি ট্রেডার্স ও মেসার্স আশিক এন্টারপ্রাইজসহ মোট ২৬টি ঠিকাদার প্রতিষ্ঠান। প্রকৌশলী সাদ্দাম হোসাইন বলেন, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ

দেশের ডাকে সাড়া দিয়েছি: নওশাবা

দেশের ডাকে সাড়া দিয়েছি: নওশাবা

ছাত্র-জনতার ওপর গুলি: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর গুলি: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App