দেশের বিভিন্ন স্থানে সড়কে ঝরল ৬ প্রাণ
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার ও গত মঙ্গলবার মারা গেছেন ৬ জন, আহত হয়েছেন ১০ জন। গাইবান্ধা, ঝালকাঠি, সাতক্ষীরা, ফেনী ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
গাইবান্ধা : পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় অটোভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙা সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার সুংশুগির মোড় এলাকার তাহের আলীর ছেলে রেজাউল ইসলাম (৩৫) ও পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের আমবাগান এলাকার মৃত মানিক মিয়ার ছেলে রুবেল মিয়া (৪০)। বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার হারুন অর রশিদ।
ঝালকাঠি (শহর) : ঝালকাঠির নলছিটিতে গতকাল ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বিষয়টি নলছিটি থানার ওসি মুরাদ আলী নিশ্চিত করেন। দুর্ঘটনায় রিয়াদ তালুকদার (২৪) নামে একজন নিহত ও তার বন্ধু পিয়াল (২২) আহত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সাতক্ষীরা : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে সুনীল কুমার মন্ডল (৪৫) নামে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে এই ঘটনা ঘটে। নিহত সুনীল কুমার মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা দক্ষিণপাড়া গ্রামের মৃত উপেন্দ্রনাথ মন্ডলের ছেলে।
ফেনী : ফেনীর জায়লস্কর স্কুল আশ্রয়কেন্দ্রের জাফর ইসলাম (১০) নামের এক শিশুর ট্রাকচাপায় মৃত্যু হয়েছে। গতকাল দুুপুরে জায়লস্কর স্কুল আশ্রয়কেন্দ্রে এ ঘটনা ঘটে। দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর গ্রামের আটোচালক হুমায়ন আহম্মদ স্ত্রী তাদের একমাত্র সন্তানকে নিয়ে বন্যা পানি থেকে জীবন রক্ষায় ২১ আগস্ট রাতে জায়লস্কর স্কুল আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। বাবা মায়ের সঙ্গে একমাত্র সন্তান ছিল জাফর। গতকাল দুপুরে ত্রাণের গাড়ি থেকে আশ্রয়কেন্দ্রে থেকে অন্যদের সঙ্গে দৌড়ে এগিয়ে যেতে চাইলে শিশুটি ট্রাকের চাকায় পিষ্ঠ হয়।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাবলাপাড়া নামক স্থানে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। নিহত যাত্রীর নাম স্বপন আলী (৩০)। উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক রুহুল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।