নওগাঁয় মাদক মামলায় দুজনের মৃত্যুদণ্ড
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মাদক মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার গড়াই পাড়া গোরস্থান ঈদগাহ এলাকার মোস্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া ও একই জেলার চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, গত বছরের ১৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর পতœীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে একটি ট্রাক্টরের টুল বক্সের ভেতর থেকে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে র্যাব-৫ সদস্যরা। এ সময় ট্রাক্টরের ড্রাইভার লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়।
পরে মাদক আইনে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়। ওই মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার ওই দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারক। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আসামিরা আদালতে হাজির ছিল।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল খালেক বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কবার্তা পৌঁছানো হয়েছে।