×

সারাদেশ

জামালপুরে মানববন্ধন

বন্ধ দুই ট্রেন চালুর দাবি

Icon

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ করে দেয়া আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ও ধলেশ্বরী মেইল ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন প্ল্যাটফরমে ‘প্রিয় সরিষাবাড়ী গ্রুপ’ ও সরিষাবাড়ীর সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের মাধ্যমে ট্রেন দুটি চালুসহ ৮ দফা দাবি পেশ করেন।

এ সময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ মিয়া। অন্যদের মধ্যে জাকারিয়া ইসলাম মিনহাজ, আরিফুল ইসলাম, জাহিদ হাসান মামুন, নবীন আহসান জিতু, মনির হোসেন, সেজনু সরকার, জাওয়াত হোসেনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত জুলাই মাসে ছাত্র আন্দোলন চলাকালীন জামালপুর এক্সপ্রেস-৭৯৯ ট্রেনটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে সেই ট্রেনের রেক ব্যবহার করে সিলেটের পারাবত এক্সপ্রেস ট্রেন হিসেবে ঢাকা থেকে সিলেট রুটে যাতায়াত করবে। পাশাপাশি গরিবের ট্রেন নামে খ্যাত ধলেশ্বরী মেইল-৮০০ ট্রেনটিও অবৈধভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

এতে ঢাকা-ময়মনসিংহ-সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর লাইনের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা সরিষাবাড়ীবাসী এই দুর্ভোগ থেকে রক্ষা পেতে বন্ধ হয়ে যাওয়া ট্রেন দুটি পুনরায় চালু করার জোর দাবি জানাচ্ছি। ৩৬ ঘণ্টার মধ্যে যদি ট্রেন দুটি চালু করা না হয় তাহলে আরো কঠোর আন্দোলন করা হবে বলেও জানান প্রতিবাদকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App