×

সারাদেশ

রাজশাহীতে ৪ সাংবাদিকের নামে মামলা

Icon

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক, রাজশাহী থেকে : রাজশাহীতে বিএনপির মহাসমাবেশের মিডিয়া কার্ড নিয়ে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ৪ সাংবাদিকের নামে মামলা হয়েছে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বজলুল হক মন্টু মঙ্গলবার বাদী হয়ে ৪ সাংবাদিকের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, গাজী টিভির রাজশাহী প্রতিনিধি রাশেদ রিপন, করতোয়ার রাজশাহী প্রতিনিধি রোজিনা সুলতানা এবং দৈনিক উপচারের আসগর আলী সাগরসহ অজ্ঞাত ৪-৫ জন।

মামলার এজাহারে জানা যায়, ২০২২ সালের ৩ ডিসেম্বর রাজশাহীর মাদ্রাসা মাঠে বিএনপির মহাসমাবেশ সফল করার জন্য মিডিয়া কার্ড ইস্যু করা হয়। সে সময় অনেক সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে কার্ড গ্রহণ করেন। কিন্তু মামলায় উল্লেখিত অভিযুক্তরা বিএনপির মালোপাড়া কার্যালয়ে ২ ডিসেম্বর দুপুর ২টার সময় উপস্থিত হলে মন্টু (মামলার বাদী) তাদের মিডিয়া কার্ড দেন। এতে মামলায় উল্লেখিত সাংবাদিকরা পূর্বপরিকল্পিতভাবে মিডিয়া কার্ড গ্রহণ না করে বজলুল হক মন্টুর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। মন্টু চাঁদা দিতে অস্বীকার করলে তাকে হত্যার হুমকি দেন। বজলুল হক মন্টু জানান, ওই সময় রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় বিষয়টি নিয়ে তারা মামলা দায়ের করতে পারেননি। বর্তমানে স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের পর ন্যায্য বিচারের পথ উন্মুক্ত হওয়ায় দলের নেতাদের সঙ্গে আলোচনার পর তিনি এখন মামলা দায়ের করেছেন।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, সাইবার নিরাপত্তা আইনে এ মামলা হয়েছে। এখন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App