পঞ্চগড়
বন্যার্তদের নামে টাকা তুলতে গিয়ে ৮ প্রতারক আটক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি : বন্যার্তদের নামে টাকা উত্তোলন করতে যাওয়া ৮ প্রতারককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।
গতকাল বুধবার সকালে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকা থেকে একটি পিকআপ আড়াই হাজার টাকায় ভাড়া নিয়ে সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় বাজারে টাকা তুলতে যায় তারা। এ সময় আটক ব্যক্তিদের কথাবার্তা অসঙ্গতিপূর্ণ হওয়ায় তাদের আটকে রাখে স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে শিক্ষার্থীরা সেখানে গিয়ে সেনাবাহিনীকে খবর দেয়। সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবির ময়নাগুড়ি বিওপির সদস্যদের সহায়তায় তাদের নিজ হেফাজতে নেয় সেনাবাহিনী। পরে দুপুরে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকরা হলেন- পঞ্চগড় জেলা শহরের রামেরডাঙ্গা এলাকার বাবলা, জালাল, খালেক, আবিল, জামিরুল, রমজান, রাসেল ও রেজাউল। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় সেনাবাহিনী।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী ফিরোজ আলম বলেন, আমি দোকানে ছিলাম। তারা একটি পিকআপে করে আমাদের এখানে এসে বিভিন্ন ভাগে ৮ জন টাকা তুলতে যায়। এ সময় আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা ঠিকমতো কিছু বলতে পারছিল না। এ সময় তারা বলে টাকা তুলে সেনাবাহিনীকে দেবেন। পরে আমাদের সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করি।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) রনজু আহম্মেদ বলেন, সেনাবাহিনীর সঙ্গে কথা না বলে কোনো কিছু বলা যাচ্ছে না। যেহেতু তারা চাঁদাবাজি করেছে, তারা ছাত্র না।
যদি ছাত্র হতো তাহলে আমরা বিষয়টি আলোচনা করতাম। এ ঘটনায় মামলা হবে।