মৌলভীবাজারে বন্যার্তদের সেবায় বিজিবি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে : মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় বন্যার পানি আসার পর থেকে উদ্ধার তৎপরতা, খাদ্যসহায়তা, চিকিৎসাসেবা, রাস্তঘাট মেরামতসহ এ দুর্যোগে বন্ধুর মতো মানুষের পাশে রয়েছে বিজিবি। এদিকে এ এলাকায় পানি কমায় বাড়িতে ফিরতে শুরু করেছেন মানুষ। এ ছাড়া নানারকম রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এই অবস্থায় শ্রীমঙ্গল ৪৬ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে করা হচ্ছে মেডিকেল ক্যাম্প। জেলার কমলগঞ্জের সীমান্তবর্তী পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। এ ক্যাম্পে সহস্রাধিক মানুষকে চিকিৎসাসেবা ও বিনামূল্য ওষুধ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্বোধন করেন শ্রীমঙ্গল বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার ও সহকারী পরিচালক মো. জামাল হোসাইনসহ বিজিবি সদস্যরা। মেডিকেল ক্যাম্পে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মেজর ফয়সাল আখতার ও ডা. দেবশ্রী দত্ত।
এ ব্যাপারে ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার বলেন, আমরা চেষ্টা করেছি সীমান্তবর্তী বন্যাদুর্গত শতভাগ মানুষের মধ্যে চিকিৎসা ও খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার।
শ্রীমঙ্গল বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ ভাবধারাকে ত্বরান্বিত করার লক্ষ্যে বিজিবি সর্বদা কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় ইসলামপুর ইউনিয়নের সহস্রাধিক গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। এর আগে তাদের ভ্রাম্যমাণ মেডিকেল টিম মানুষের বাড়িতে গিয়ে চিকিৎসা দেয়। একই সঙ্গে সহস্রাধিক মানুষের মধ্যে খাদ্য সহায়তাও পৌঁছে দেয়া হয়। তিনি বলেন, বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. ফজলু মিয়া জানান, প্রথম থেকেই বিজিবি তাদের গ্রামের মানুষের পাশে আছেন। নানাভাবে সাহয্যের হাত বাড়িয়েছেন, ভবিষ্যতেও তাদের ভেঙে যাওয়া বাঁধ মেরামত ও মসজিদ পুনর্নির্মাণে সহায়তার আবেদন করেন।