ঈশ্বরদী
স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রয়াত পরমাণুবিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ঈশ্বরদী শহরের স্টেশন রোড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কয়েক শতাধিক পরিবারের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এর আগে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ গালিবুর রহমান শরীফ এমপি।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মীর জহুরুল হক পুনো, নারীবিষয়ক সম্পাদক মেহজাবিন শিরিন পিয়া, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দীন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন মল্লিক তন্ময়, সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রনিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।