সুনামগঞ্জ
৮৭ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার বাবা-ছেলে
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মো. সাজ্জাদ হোসেন শাহ্, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৮৭ বস্তা (৪ হাজার ৩৫০ কেজি) চিনিসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বালিছরা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে রফিকুল ইসলাম এবং তার ছেলে আল আমিন।
জানা যায়, গতকাল মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই মো. এনামুল হক মিঠু, এসআই মো. ফরিদ মিয়া, এএসআই হোসাইন মোহাম্মদ ফরহাদ রফিকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪৭ বস্তা (২ হাজার ৩৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করেন। এ সময় রফিকুল ইসলাম ও তার ছেলে আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া দক্ষিণ ক্যাম্পেরঘাট গ্রামের আব্দুল আলীর বসতবাড়ি থেকে আরো ৪০ বস্তা (২ হাজার কেজি) চিনি জব্দ করা হয়।
ওসি মো. বদরুল বলেন, বিয়য়টি িিনশ্চত করেছেন।