মাদারীপুর
কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষে আহত ৬
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক, মাদারীপুর : মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রলীগ নেতা টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৬ জন।
গত সোমবার রাতে শহরের কলেজ রোড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতরা হলেন- মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ও কলেজ রোড এলাকার দুলাল হাওলাদারের ছেলে তায়েব হাওলাদার (২০) ও ফিরোজ হাওলাদারের ছেলে আশিক হাওলাদার (১৮)। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, আধিপত্য নিয়ে শহরের আমিরাবাদ এলাকার মুন্নার সঙ্গে কলেজ রোড এলাকার তায়েবের বিরোধ চলে আসছিল। ইউআই স্কুল মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বিশ্রাম নিচ্ছিলেন তায়েব সমর্থকরা। এ সময় আমিরাবাদ এলাকার মুন্নার নেতৃত্বে তায়েবের লোকজনের ওপর রিফাত, আদনান, আশিকসহ বেশ কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তায়েব হাওলাদার টেটাবিদ্ধসহ আহত হন ৬ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। তাদের মধ্যে ওয়ার্ড ছাত্রলীগ নেতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন আহমেদ বলেন, কিশোর গ্যাংয়ের দুপক্ষের সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।