ভোলায় ৯৮০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ভোলা প্রতিনিধি : জেলার বোরহানউদ্দিন উপজেলা থেকে ৯৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিন (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলাউদ্দিন লালমোহন উপজেলার চরল²ী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে।
রবিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম চেকপোস্টে ডিউটিরত অবস্থায় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ৯৮০০ পিস ইয়াবাসহ আলাউদ্দিনকে আটক করা হয়। এসব মাদক ঢাকা থেকে লঞ্চযোগে ভোলায় আনা হয়েছিল।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, এটিই জেলায় সর্বোচ্চ কোনো মাদকের চালান আটক করা হলো। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মাদলা দায়ের করা হয়েছে।