×

সারাদেশ

লালমনিরহাট পৌরসভা

৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

Icon

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 ৪৮ কোটি টাকার বাজেট ঘোষণা

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে : লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪৮ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র মো. রেজাউল করিম স্বপন। প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৮ কোটি ৭৮ লাখ ২৩ হাজার ৫১১ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে, ১৩ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৭০৮ টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৯০ হাজার টাকা। এছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার ৫১১ টাকা।

মেয়র জানান, এবারের বাজেটে কোনো কর বাড়ানো হয়নি। জনকল্যানমুখী বাজেট করা হয়েছে। বাজেট বাস্তবায়ন হলে পৌর এলাকাকে পরিচ্ছন্ন, স্মার্ট ও উন্নত পৌরসভা গঠনে এগিয়ে যাবে। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিতর্ক প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, মশক নিধন, বেওয়ারিশ লাশ দাফন, বৃক্ষরোপণ, ক্লাব ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, খেলাধুলা ও সাংস্কৃতি, বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, মাদক বা তামাক জাতীয় দ্রব্য নিয়ন্ত্রণ, রাস্তাঘাট ও রোড ডিভাইডার সৌন্দর্যবর্ধন, কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা খাতে উল্লেখযোগ্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া শহরের প্রধান প্রধান রাস্তাসহ গলির রাস্তা, ড্রেন মেরামত ও সংস্কার খাতে ২৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আধুনিক বহুতল বিশিষ্ট পৌর ভবন নির্মাণে প্রায় ৫ কোটি টাকা কাজ বাস্তবায়ন প্রক্রিয়াধীন চূড়ান্ত রয়েছে। বাজেট ঘোষণার সময় কাউন্সিলর, পৌর কর্মকর্তা, কর্মচারী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App