×

সারাদেশ

নাজিরপুরে মাকে হত্যায় ছেলে গ্রেপ্তার

Icon

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : নাজিরপুরে ছেলের ধারালো অস্ত্রের কোপে যুথিকা বালা নামে এক নারী খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত যুথিকা বালা (৫০) ওই গ্রামের নারায়ণ বালার স্ত্রী। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাকে হত্যা কথা স্বীকার করেছেন জ্যোতিষ। তার ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে তার স্ত্রী-সন্তানদের নিয়ে পরিবারে অশান্তি বিরাজ করছিল। এর জন্য মাকে দায়ী করেন জ্যোতিষ। দীর্ঘদিনের ক্ষোভ থেকে মাকে হত্যার সিদ্ধান্ত নেন তিনি। নিহতের ছোট ছেলে ক্ষিতিশ বালা জানান, উপজেলার কালিবাড়িতে তাদের একটি চায়ের দোকান রয়েছে। সেখানে বাবার সঙ্গে কাজ করেন তিনি। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাবার সঙ্গে দোকান থেকে ফিরেন ক্ষিতিশ। এর কিছু আগে বড় ভাই জ্যোতিষ বাড়ি যান। বাড়ি গিয়ে ক্ষিতিশ দেখতে পান তার মা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় মা। এ ব্যাপারে নাজিরপুর থানার ওসি বলেন, যুথিকা বালা হত্যায় তার স্বামী নারায়ণ বালা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ঘাতক ছেলে জ্যোতিষ বালাকে গ্রেপ্তার করা হয়েছ। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App