মতলব উত্তর
চোলাই মদসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি : মতলব উত্তরে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে মদসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, পাঁচগাছিয়া জলিল প্রধানের বাড়ির সাইজ উদ্দিন প্রধানের ছেলে মামুন (৩৮) ও জীবগাঁও গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মন্নান (৫৪)।
জানা যায়, শনিবার ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছেংগারচর পৌরসভার পাঁচগাছিয়া গ্রামের জলিল প্রধানীয়া বাড়ির মামুনের শোবার ঘরের খাটের নিচ থেকে ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মানুসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন রনি জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।