×

সারাদেশ

বাঘারপাড়া বন নার্সারিকেন্দ্র চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে

Icon

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 বাঘারপাড়া বন নার্সারিকেন্দ্র  চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে

হুমায়ুন কবির, বাঘারপাড়া (যশোর) থেকে : সময় উপযোগী গাছের চারা উৎপাদন করতে পারছে না বাঘারপাড়া উপজেলা বন নার্সারিকেন্দ্র। প্রতিষ্ঠানটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বছরের পর বছর। মানসম্পন্ন ও উন্নত মানের চারা এ উপজেলায় মানুষের চাহিদা থাকলেও দিতে পারছে না নার্সারিকেন্দ্র। ফলে প্রতি বছরই এখানে বিক্রির পরিমাণ কমছে। গত কয়েক দশকে প্রতিষ্ঠানটির চারা বিক্রির সূচক নিম্নমুখী। ফলে বেসরকারি নার্সারিতে ভালো জাতের ফলসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা পাওয়া যায়। কিন্তু এখানে ফল, ফুল, মসলা অধিক উচ্চ ফলনশীল কোনো জাতের চারা পাওয়া যাচ্ছে না।

কর্মকর্তারা বলছেন, ১৯৮৫ সালে উপজেলা সদরে প্রাণিসম্পদ হাসপাতাল রোড বিআরডিবি অফিসের পাশে ৬৪ শতক জমির উপর গড়ে তোলা হয় নার্সারিকেন্দ্র। ১৯৯০ সালে বাংলাদেশ কৃষি বিভাগ থেকে বন বিভাগে ন্যস্ত করা হয় এ প্রতিষ্ঠানটি। ২০২৩-২৪ অর্থবছরে এখানে চারা রোপণ, প্রতিপালন ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৬৭ হাজার ৫০০ টাকা। প্রতি পিস চারার দাম সরকারিভাবে নির্ধারণ করা আছে নয় টাকা। গত পাঁচ মাসে চারা বিক্রি হয়েছে ৬ হাজার ৩০০ টাকা।

সরজমিন দেখা গেছে, ছোট ফলদ গাছের চারার মধ্যে রয়েছে- লেবু, বেল, তেঁতুল, জাম, পেয়ারা, গাব, আশফল, জলপাই, ট্যাংক ফল ও কাঠাল। বনজ বৃক্ষের মধ্যে রয়েছে- চিকরাশি, লম্বু ও আকাশমনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নার্সারিকেন্দ্রে ১ জন ফরেস্টার ও ১ জন বাগান মালি পদ রয়েছে। স্থানীয়দের অভিযোগ চারা উৎপাদনে প্রত্যাশিত কাজ করছে না বন বিভাগ। কয়েক যুগ ধরে কর্মকর্তা-কর্মচারীরা কাজ করছেন, নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন। কিন্তু ভালো মানের চারা উৎপাদনে সাফল্যের ধারেকাছে যেতে পারেনি প্রতিষ্ঠানটি।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে বন নার্সারিকেন্দ্রের উন্নতি একান্ত প্রয়োজন। ভালো মানের চারা থাকলে এ উপজেলার মানুষ উপকৃত হবে। উপজেলা সামাজিক বন কর্মকর্তা শাহীন কবির বলেন, আমাদের অর্থ বরাদ্দ কম থাকায় ভালো মানের চারা উৎপাদন করতে পারছি না। অর্থ বরাদ্দ বেশি পাওয়া গেলে ভালো মানের চারা উৎপাদন করতে পারব।

সামাজিক বনবিভাগ যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক বলেন, বীজ থেকে চারা উৎপাদন করতে নয় টাকা বরাদ্দ দেয় সরকার। আবার জনগণের কাছে নয় টাকায় চারা বিক্রি করতে হবে। টাকা বরাদ্দ কম থাকায় উন্নত মানের চারা উৎপাদন করা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App