×

সারাদেশ

পীরগাছায় পুকুরে মিলল নিখোঁজ গৃহবধূর লাশ

Icon

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : পীরগাছায় পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রমজান আলী মুন্সি কলেজের পাশের একটি পুকুর থেকে মাসুদা বেগম (৪২) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই গৃহবধূ নিখোঁজ ছিলেন। তিনি পালপাড়া গ্রামের সাইকেল মিস্ত্রী রফিকুল ইসলামের প্রথম স্ত্রী। নিহত গৃহবধূর ভাই দাবি করছেন, তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে। আর স্বামীর পরিবার দাবি করছেন, সে মৃগী রোগী ছিলেন।

জানা গেছে, রফিকুল ইসলামের প্রথম স্ত্রী মাসুদা বেগম। তার ঘরে তিন সন্তান রয়েছে। স্বামী দ্বিতীয় বিয়ে করায় ঠিকমত খোরপোষ দিতেন না। তাই এক সন্তানকে দত্তক দেয়া হয়েছে। আর দুই সন্তান নিয়ে মাসুদা বেগম অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মাসুদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল শুক্রবার সকাল ৯টায় বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের ভাই আশরাফুল ইসলাম বলেন, আমার বোনকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে। না হলে তার স্বামী ও ভাসুর কেন পলাতক থাকবে। তারা তো কোন খোরপোষ দিত না। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

বন্যা: ভারতের দুই রাজ্যে ২৪ ঘণ্টায় নিহত ১৬

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App