×

সারাদেশ

তাহিরপুর

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন সালমা পারভীন

Icon

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জ ও তাহিরপুর প্রতিনিধি : হাওরবেষ্টিত ভাটির জেলা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা পারভীন অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত স্মারকে নির্বাহী অফিসার সালমা পারভীনকে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সালমা পারভীন ২০২৩ সালের ১৩ ডিসেম্বর তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সততা ও দক্ষতার সঙ্গে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

গত সাত মাসের ব্যবধানে উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন তাহিরপুর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য নিজেকে আত্মনিয়োগ করেন। এরই মধ্যে তিনি তাহিরপুর উপজেলার হাওরের ফসলরক্ষা বাঁধে অনিয়ম দুর্নীতি প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করেন। এতে তৎকালীন সরকার দলীয় এবং সরকারবিরোধীরা তার কাছে কোনো ধরনের অনৈতিক সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে অপপ্রচার করতে শুরু করে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সততা ও দক্ষতার মূল্যায়ন করে তাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দিয়েছে।

গতকাল শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন এ প্রতিবেদককে বলেন, তাহিরপুর সুনামগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। প্রধানমন্ত্রী চেয়েছিলেন সারাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক। সে হিসেবেই আমাকে তাহিরপুরে পদায়ন করেছিলেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আমার বিশ্বাস দক্ষতার সঙ্গে আমি সে দায়িত্ব পালনে সক্ষম হয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App