×

সারাদেশ

মুরাদনগরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু

Icon

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) থেকে : মুরাদনগরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে আক্তার হোসেন নামের এক কৃষকের। গত বৃহস্পতিবার সকালে উপজেলার কৈজুরী গ্রামের পূর্ব মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আক্তার হোসেন রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের আবুল হাসেমের ছেলে।

স্বজনরা জানান, গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কৈজুরী গ্রামের পূর্ব মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে বিষাক্ত সাপ আক্তার হোসেনের হাতে কামড়ে দেয়। সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে ফিরে এসে তার পরিবারের কাছে সাপে কামড়ে দেয়ার কথা বলেন।

এ সময় তার স্ত্রী হোসেনা বেগম আক্রান্ত স্থানে বেঁঁধে দিয়ে পাশের গ্রামের জনৈক মহিলা কবিরাজের কাছে নিয়ে যায়। এ সময় ওই মহিলা কবিরাজ ওঝার পরামর্শে আক্তার হোসেনের দংশিত হাতের বাঁধ খুলে দিয়ে তাকে বাড়িতে পাঠায়। বাড়িতে আসার পর আক্তার হোসেনের শারীরিক অবস্থা অবনতি ঘটতে থাকে। পরে তাকে পরিবারের লোকজন দুপুর সাড়ে ১২টার দিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই চিকিৎসকের কথায় আশ্বস্ত হতে না পেরে আক্তার হোসেনকে দাউদকান্দির গৌরীপুরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকও জানান তিনি আর বেঁচে নেই।

রামচন্দ্রপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, কাউকে সাপে কামড়ে দিলে ওঝা, কবিরাজের কাছে না গিয়ে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া উচিত। তবে কী ধরনের সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব

এখনো দলের সঙ্গে যোগ দেননি সাকিব

তথ্যের প্রবাহ একটি জরুরি বিষয়: খুলনা জেলা প্রশাসক

তথ্যের প্রবাহ একটি জরুরি বিষয়: খুলনা জেলা প্রশাসক

ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগালের বিভিন্ন অঞ্চল

ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগালের বিভিন্ন অঞ্চল

ট্রেন থামিয়ে ছাত্র-জনতার আন্দোলন

ট্রেন থামিয়ে ছাত্র-জনতার আন্দোলন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App