×

সারাদেশ

নরসিংদীতে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার

Icon

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাখন দাস, নরসিংদী থেকে : নরসিংদীর মনোহরদী এবং রায়পুরায় শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুই উপজেলার পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত শিশু আয়েশা মনোহরদী পৌরসভার হাররদিয়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘণ্টা পর গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মনোহরদী পৌরসভার হাররদীয়া এলাকার ধানক্ষেত থেকে আয়েশার মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে আয়েশাকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ পোস্ট দেয়ার পরও আয়েশাকে পায়নি পরিবার।

মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে রায়পুরায় পুরাতন ব্রহ্মপুত্রের শাখা মরানদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর দাইড়েরপাড়া এলাকার ব্রহ্মপুত্রের শাখা মরানদী থেকে মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টায় দাইড়েরপাড় গ্রামের রাস্তায় হাঁটাচলার সময় মরানদীর মাঝখান থেকে দুর্গন্ধ আসায় সন্দেহের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক নৌকায় চড়ে নদীর মাঝখানে গিয়ে মরদেহটি ভাসতে দেখেন। পরে নৌপুলিশ বেলা ৩টার দিকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার ওসি মো. শাফায়েত হোসেন পলাশ, উপপরিদর্শক ফয়সাল আহাম্মেদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূঁইয়া, ইউপি সদস্য আসাদ মিয়া প্রমুখ। উপপরিদর্শক ফয়সাল আহাম্মেদ বলেন, মির্জারচর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিরুল শিকদার বলেন, মৃত ব্যক্তির বয়স ২৫-৩০ বছর হবে। লম্বা চুল ও জিন্সের কালো প্যান্ট পড়া। শরীরে পোকামাকড় ধরে পচন ধরেছে। পরিচয় শনাক্তে কাজ করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

জাতিসংঘে মোদি ও ইউনূসের বৈঠক হচ্ছে না

জাতিসংঘে মোদি ও ইউনূসের বৈঠক হচ্ছে না

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজ যা দেখবেন

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজ যা দেখবেন

যে কারণে দেবকে চান চয়নিকা

যে কারণে দেবকে চান চয়নিকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App