ব্রেকিং |
জৈন্তাপুরে ৩১ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : জৈন্তাপুর মডেল থানাপুলিশের অভিযানে ৩১ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় চিনি বহনকাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ গাড়ি জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন দরবস্ত ইউনিয়নের বাবুল মিয়ার ছেলে ইমরান হোসেন (২৭) ও টেংরা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. আকবর হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত সারিঘাট ঢুপি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জৈন্তাপুর মডেল থানার ফোর্স নিয়ে তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে নম্বর প্লেটবিহীন একটি ডিআই পিকআপ গাড়ি আটক করে পুলিশ। পরে আটককৃত গাড়ি থেকে ৩১ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
এ সময় চিনির সঙ্গে থাকা দুইজনকে আটক করলেও অন্য একজন পালিয়ে যান। পুলিশ জানায় জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। আটক দুইজনকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।