ফের গড়ে উঠছে অবৈধ স্থাপনা থমকে আছে অভিযান
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক ও জনপথের সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান থেমে যাওয়ায় ফের অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছে। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় সরকারি জায়গায় ফের অবৈধ স্থাপনা গড়ে তোলা হলেও কর্তৃপক্ষ নির্বিকার রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলার গুরুত্বপূর্ণ নান্দাইল চৌরাস্তা কিশোরগঞ্জ মোড়, নান্দাইল মোড় ও কেন্দুয়া মোড়ে সড়ক ও জনপথের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলে দখলদাররা ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের নির্দেশে উপজেলা প্রশাসন মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেছিল। ইতোমধ্যে উপজেলার কানরামপুর, নান্দাইল সদর ও নান্দাইল চৌরাস্তায় এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। কিন্তু ওই উচ্ছেদ অভিযান থমকে যাওয়ায় অবৈধ দখলদাররা ফের অবৈধ স্থাপনা নির্মাণ করছেন।
এতে মহাসড়কে ফিরে এসেছে যানজট। নান্দাইল চৌরাস্তা এলাকায় বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের উপর বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। ফলে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী বলেন, বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পরবর্তী সময়ে চলমান না থাকায় ফের দখল হয়ে যাচ্ছে সরকারি জায়গা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল বলেন, শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।