মেঘনা
এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি : মেঘনার চন্দনপুর ইউনিয়নে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন কমিটির উদ্যোগে চন্দনপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। চন্দনপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইউসুফ আহম্মেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি এইচ এম কাউসার বাঙ্গালী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা (পশ্চিম) জেলার ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ, ইসলামী মেঘনা উপজেলার সভাপতি মো. আমির হোসেন। লিটন মিয়ার সঞ্চালনায় চন্দনপুর এম এ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ দলের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি কাউসার বাঙ্গালী।