×

সারাদেশ

রায়পুরায় বিএনপি নেতার আ.লীগে যোগদান

Icon

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : রায়পুরায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা বিএনপি সহসভাপতি মেজবাহ উদ্দিন (আবু নূর) আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গত রবিবার সন্ধ্যায় উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট ইউনুস আলী ভূঁইয়ার হাতে ফুল দিয়ে আ.লীগে যোগ দেন ওই বিএনপি নেতা। পরে আ.লীগের দলীয় নেতাকর্মীরা মেসবাহ উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চেয়ারম্যান মনজুর এলাহী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো সেলিম মিয়া সাবেক যুব ও ক্রিড়া সম্পাদক এম এ মহিউদ্দিন, পৌর আ.লীগের সভাপতি মাহবুবুল আলম শাহিন ও সহসভাপতি হারুন অর রশিদ, পৌর যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভূঁইয়া মাসুদ ও সাধারণ সম্পাদক রিয়াজ মুর্শেদ খান রাসেল, চেয়ারম্যান খোরশেদ আলম তপন, মেজবাহ উদ্দিন খন্দকার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আল আমিন হোসাইন প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মেজবাহ উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগের রাজনীতি শুরু করি। মান অভিমানে বিএনপিতে চলে যাই। পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতি করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ও এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর আদর্শে অনুপ্রাণিত হয়েই আ.লীগে আবারো যোগ দিয়েছি। বিএনপিতে পদত্যাগপত্র জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন বলেন, বিএনপিতে থাকাকালীন ইউপি চেয়ারম্যান নির্বাচনে বার বার পরাজিত হতে হয়েছে। ইউপি নির্বাচনে চেয়ারম্যান হতে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সমর্থক পেতে তার এই যোগদান। বিএনপি সর্ববৃহৎ দলীয় সংগঠন। সে চলে গেলেও দলে কোনো সমস্যা হবে না। আওয়ামী লীগে তার যোগদানের বিষয়টি জেনে জেলা বিএনপি নেতাদের জানানো হয়েছে। অচিরেই তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

লেবাননে বিস্ফোরণ পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App