রাউজানে ৭০০ কৃষক পেলেন নারিকেল চারা
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে কৃষকদের মধ্যে আমন বীজ, সার ও নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে। গত রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যাগে উপজেলা পরিষদ মাঠে এই বীজ, সার ও চারা বিতরণ করা হয়।
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ১০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি করে আমন বীজ ও ৫ কেজি করে সার বিতরণ করা হয়। এছাড়া রাউজান পৌর এলাকা ও ১৪টি ইউনিয়নে বর্ষার মৌসুমে রোপণের জন্য ৭০০ কৃষকের মধ্যে জনপ্রতি ৫টি করে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমার সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেসানসুল হায়দার বাবুল।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীলের সঞ্চলনায় চারা বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির।