×

সারাদেশ

মুকসুদপুর

ভাসমান বেডে সবজি চাষে পুরস্কার পেলেন তিন কৃষক

Icon

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাজী ওহিদ, মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে : জলাবদ্ধতা ও অনাবাদি পতিত জমিতে ফসল উৎপাদন কর্মসূচির মাঠ দিবস ও ভাসনান বেডে সবজি চাষে অবদানের স্বীকৃতিস্বরূপ কৃষক সম্মাননা পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মুকসুদপুরের বহুগ্রাম ইউনিয়নের পলাশ মজুমদার, মোচনা ইউনিয়নের প্রভাস রায় ও উজানী ইউনিয়নের শংকর মন্ডলকে কৃষক সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

গত রবিবার বিকালে উপজেলার উজানী বি কে বি ইউনিয়ন ডিগ্রি কলেজের সম্মেলন কক্ষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আ. কাদের সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরজমিন উইং পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী, প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. জয়নাল আবেদীন, জেলা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মো. মিজানুর রহমান, প্রকল্প পরিচালক কৃষিবিদ আখতার জাহান কাকন, অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহা. জহিরুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. বাহাউদ্দিন শেখ, মনিটরিং কর্মকর্তা মুহা. মনিরুজ্জামান, কর্মসূচি পরিচালক বিবেকানন্দ হীরা, উজানী ইউপি চেয়ারম্যান কৃষিবিদ শ্যামল কান্তি বোস ও উজানী বি কে বি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে ভাসমান সবজি চাষের উপকারিতা, অর্থনৈতিক দিক, স্থানীয় সম্পদ কচুরিপানা ব্যবহার করে বর্ষা মৌসুমে ভাসমান বেডে সবজি চাষ, পতিত জমির যথাযথ ব্যবহার, নিরাপদ সবজি উৎপাদন এবং মাশরুম চাষে আগ্রহী করতে কৃষকদের মাশরুম চাষের কলাকৌশল নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কোন দলের কী সমীকরণ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে কোন দলের কী সমীকরণ

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দুই রোডম্যাপ দিলেন ফরহাদ মজহার

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে দুই রোডম্যাপ দিলেন ফরহাদ মজহার

আনিসুল হকের বিরুদ্ধে আরো এক হত্যা মামলা

আনিসুল হকের বিরুদ্ধে আরো এক হত্যা মামলা

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App