ঝিনাইদহ
খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ প্রতিনিধি : খবর সংগ্রহ করতে গিয়ে ঝিনাইদহে সময় সংবাদের রিপোর্টার লোটাস রহমান সোহাগ লাঞ্ছিত হয়েছেন। জেলার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম তাকে লাঞ্ছিত করেন।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহে এ ঘটনা ঘটে। এ সময় ওই রিপোর্টারের ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাঙচুর করা হয়।
জানা যায়, গত বৃহস্পতিবার জেলার এক স্থানীয় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ বিষয়ে জানতে জেলা ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের কার্যালয়ে যান রিপোর্টার লোটাস রহমান। এ সময় তাকে আটকে রেখে লাঞ্ছিত করেন ওই প্রকৌশলী। এছাড়া রিপোর্টারের ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে ভাঙচুর করা। রিপোর্টার লোটাস রহমান বলেন, নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলামের আগেও জেলার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করেছেন। গতকাল সকালে আমি তার কাছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চাইলে রেগে যান ওই নির্বাহী প্রকৌশলী। পরে আমাকে আটকে রেখে মোবাইল ও ক্যামেরা নিয়ে ভাঙচুর করেন। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৌশলী রাশেদুল ইসলামের বিচার দাবি করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা।