×

সারাদেশ

শ্রীপুরে ট্রলারে ডাকাতি

নদীতে ডুবে ব্যবসায়ী নিহত

Icon

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর (গাজীপুর) থেকে : শ্রীপুরে নৌকা ভ্রমণ শেষে ফেরার পথে নৌকায় ডাকাতদের হামলা ও মারধরের শিকার হয়েছেন কাওরাইদের কয়েকজন ব্যবসায়ী। এ সময় তাদের হামলায় পল্ট্রি ব্যবসায়ী নুরুজ্জামান (৩০) ক্ষিরু নদীতে পড়ে নিখোঁজ হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের বটতলা (ক্ষিরু নদী) এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার এসআই আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত রবিবার আনুমানিক রাত ৮টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বটতলা এলাকায় ক্ষিরু নদীতে এ ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান (৩০) উপজেলার কাওরাইদ ইউনিয়নের পশ্চিম সোনাব গ্রামের রুহুল আমিনের ছেলে। নৌকা ভ্রমণে থাকা সুমন জানান, রবিবার সকাল ১০টায় কাওরাইদের বলদীঘাট এলাকার ক্ষিরু নদী থেকে ৩০-৩৫ জন ব্যবসায়ী ট্রলারযোগে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। ভ্রমণ শেষে রাত ৮টার দিকে ট্রলার নিয়ে কাওরাইদ ইউনিয়নের বটতলা এলাকায় পৌঁছালে ১০-১৫ জন ডাকাত রড, কাঠের ব্যাট, হকিস্টিক ও লাঠি সোঠা নিয়ে তাদের ওপর হালা করে মারপিট শুরু করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাত দল নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এদিকে হামলাকারীদের ভয়ে ট্রলার যাত্রী নুরুজ্জামান নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App