রাণীশংকৈল
এতিম অসহায়দের মধ্যে চেক বিতরণ
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : রাণীশংকৈল উপজেলায় অসহায়, দুস্থ ও এতিমদের মধ্যে সরকারি সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা হলরুমে উপজেলা সমাজ সেবা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথি চিলেন ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।