×

সারাদেশ

সিরাজদিখানে মানববন্ধন

শাবনূর হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার দাবি

Icon

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শাবনূর হত্যাকাণ্ডে  জড়িতদের গ্রেপ্তার  দাবি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখানে গৃহবধূ শাবনূর আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও বিক্ষোভ প্রর্দশন করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর উদ্যোগে গত শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর সড়কে মানববন্ধনে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এতে শাবনূরের হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

এ সময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাটি প্রকম্পিত হয়ে ওঠে। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা দাবি জানান, গৃহবধূ শাবনূর আক্তার হত্যায় জড়িত স্বামী রবিন ও তার মামা আসলাম, মাতা নাছিমা বেগম, পিতা পিয়ার আলী, খালা সুমা আক্তার ও বোন রাব্বি আক্তারকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসি দিতে হবে। এছাড়া শাবনূর হত্যাকাণ্ডর প্রায় ১ সপ্তাহ পার হলেও হত্যায় জড়িত আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে পুলিশ। উল্লেখ্য, গত সোমবার ২৪ জুন গৃহবধূ শাবনূর আক্তারকে পরিকল্পিতভাবে হত্যা করে তার স্বামী রবিনের বসত ঘরের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। নিহত শাবনূরের ভাই স¤্রাট শেখ বাদী হয়ে ঘাতক স্বামী রবিন ও তার মামা আসলাম, মাতা নাছিমা বেগম, পিতা পিয়ার আলী, খালা সুমা আক্তার ও বোন রাব্বি আক্তারকে অভিযুক্ত করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App