সাঁথিয়ায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনা সাঁথিয়ায় বজ্রপাতে প্রাণ গেল আমির হোসেন (৪০) নামের এক কৃষকের। সে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের রামভদ্রবাটি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। এ সময় একই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মাজেম খান (৩৫) নামের আরেক কৃষক আহত হয়েছেন। আহত ব্যক্তিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ১টার দিকে আমির হোসেন বাড়ির পাশে কাজুরি মাঠে কৃষি জমিতে কাজ করতে গেলে এ সময় প্রচণ্ড মেঘের ডাকে বজ্রপাতে তার শরীর পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় মাজেম খান নামে আরেক কৃষক গুরুতর আহত হন।
কাশিনাথপুর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর হান্নান মিয়া ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত কৃষক আমির হোসেন আমার ওয়ার্ডের বাসিন্দা। গত রবিবার মাঠে গরুর ঘাস কাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আনোয়ার হোসেন বলেন, মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষক আমির হোসেনের মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।