পঞ্চগড়
শ্বশুরের দাফন শেষে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে শ্বশুরের মৃত্যুর কয়েক ঘণ্টা পর অন্তঃসত্ত্বা জান্নাতুল আক্তার জুঁই (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকালে উপজেলার মির্জাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। সন্ধ্যায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরজমিন জানা গেছে, জুঁইয়ের শ্বশুর রফিকুল ইসলাম মিঠু হৃদরোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে মৃত্যুবরণ করে। পরদিন গত শনিবার দুপুরে তার দাফন কাজ সম্পন্ন হয়। একই দিন বিকালে জুঁই শ্বশুরবাড়িতে ঘরের বারান্দার মেঝে পরিষ্কার করার সময় বারান্দায় থাকা স্ট্যান্ড ফ্যানের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক বছর আগে পঞ্চগড় সদরের ফুটকিবাড়ী (নতুনবস্তি) গ্রামের জহিরুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তার জুঁইয়ের পারিবারিকভাবে বিয়ে হয় আটোয়ারীর মির্জাপুর গ্রামের রফিকুল ইসলাম মিঠুর (৭০) ছেলে মির্জা আল মামুন বাবুর সঙ্গে। কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুল ইসলাম ভূঁঁইয়া বলেন, সন্ধ্যায় জুঁই নামে ওই গৃহবধূকে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যুবরণ করে। সে প্রায় ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আটোয়ারী থানা ওসি মুসা মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।