ঠাকুরগাঁও প্রেস ক্লাব
সভাপতি মনসুর সম্পাদক ফিরোজ
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শনিবার নির্বাচন ১১টি কার্যনির্বাহী পদে কোনো প্রতিদ্ব›দ্বী না থাকায় নির্বাচন কমিশন প্রত্যেক পদের প্রার্থীকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচিতরা হলেন- সভাপতি পদে ভোরের কাগজের প্রতিনিধি মনসুর আলী, সহসভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক পদে এটিএনবাংলা প্রতিনিধি ফিরোজ আমিন সরকার, সহসাধারণ সম্পাদক পদে ইত্তেফাক প্রতিনিধি তানভির হাসান তানু, অর্থ সম্পাদক পদে দৈনিক স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ক্রীড়া সম্পাদক পদে ডিবিসির প্রতিনিধি নবীন হাসান, সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক পদে দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি গোলাম সারোয়ার স¤্রাট, দপ্তর সম্পাদক পদে দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি মো. আসাদুজ্জামান শামিম, কার্যনির্বাহী সদস্য পদে সাপ্তাহিক সংগ্রামী বাংলার সম্পাদক মো. আব্দুল লতিফ, মাইটিভির রফিকুল ইসলাম রোহান ও সমকালের প্রতিনিধি মো. সামসুজ্জুহা। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ।