মুকসুদপুর
‘মন ও মনন’ লাইব্রেরির উদ্বোধন
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : ‘জ্বালাব আলো, আপন মননে’- এই সেøাগান নিয়ে মুকসুদপুর উপজেলায় ‘মন ও মনন’ লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। গত শনিবার উপজেলার বাটিকামারী বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লাইব্রেরির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়লা ফারজানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও লেখক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক আবু জাফর রিপন, ‘মন ও মনন’ লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিমা বেগম, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সী, মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু, মুকসুদপুর পৌরসভার মেয়র মো. আশরাফুল আলম শিমুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, ঢাকা জেলা প্রশাসকের আরডিসি অমিত কুমার সাহা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. ফিরোজ খান, বাটিকামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এবাদত মাতুব্বর বাদত, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।