×
Icon এইমাত্র
কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনকারীরা বাংলাদেশ টেলিভিশনের মূল ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিটিভির সম্প্রচার বন্ধ। কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে এখন পর্যন্ত ১৯ জন নিহত কোটা ইস্যুতে আপিল বিভাগে শুনানি রবিবার: চেম্বার আদালতের আদেশ ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক ‘লাশ-রক্ত মাড়িয়ে’ সংলাপে বসতে রাজি নন আন্দোলনকারীরা

সারাদেশ

সীতাকুণ্ড

মেঘমল্লার খেলাঘর আসরের দেশজ ফল উৎসব

Icon

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

  মেঘমল্লার খেলাঘর  আসরের দেশজ  ফল উৎসব

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড হাইস্কুল মিলনায়তনে মেঘমল্লার খেলাঘর আসরের দেশজ ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ফল খান দেশি, বল পান বেশি স্লোগানে গত শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদেশি কম পুষ্টিগুণ সম্পন্ন ফলের ভিড়ে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন দেশজ মৌসুমি ফলগুলোর নাম আমাদের নতুন প্রজন্ম ভুলতে বসেছে। দেশজ ফলগুলোর পুষ্টিগুণ সম্পর্কে আমাদের প্রচারণা খুবই কম, বরং দেশজ ফল খেতে নিরুৎসাহিত করা হয়। উচ্চ ফলনশীল হাইব্রিড বীজের মাধ্যমে আমাদের দেশজ ফলের উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। আমাদের এ সবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আর এই কাজটি করতে পারে একমাত্র সংগঠন খেলাঘর। অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা। মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন কুমার মজুমদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুজিত পালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দেশবরেণ্য চিকিৎসা বিজ্ঞানী খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ড. একিউএম সিরাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উন্নয়ন সংগঠন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসার) প্রধান নির্বাহী আরিফুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহসভাপতি শিক্ষাবিদ অজিত আইচ, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, সম্পাদক মণ্ডলী সদস্য মনোয়ার জাহান মনি, অংকুর খেলাঘর আসরের সভাপতি সঞ্জয় রায়, সুরাঙ্গনা খেলাঘর আসরের সভাপতি পরেশ দাসগুপ্ত, নিপোবন খেলাঘর আসরের আহবায়ক শিক্ষক বিজয় কুমার দেব। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক অশোক দাস, বিজয় কুমার রায়, জাহেদুল ইসলাম চৌধুরী বিটু, সমিরন ভট্টাচার্য, উজ্জ্বল নাথ, নয়ন বড়ুয়া, অভিজিৎ শ্যাম জেকি প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রকার মৌসুম দেশজ ফলের গন্ধে পুরো মিলনায়তন ভরে যায়। আলোচনা সভা শেষে পরিবেশিত হয় ভাই-বোনদের মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক একাডেমি বর্ষ সমাপনী পরীক্ষা ফলাফল ঘোষণা ও উত্তীর্ণদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App