×

সারাদেশ

বসুন্ধরা আবাসিক এলাকা

ভরসা গ্রুপের গাড়িতে এহসান গ্রুপের গুলি

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশন্যাল স্কুল অব ঢাকা (আইএসডি) প্রাঙ্গণে গুলির ঘটনায় তোলপাড় চলছে। এহসান গ্রুপের প্রাইভেটকারে থাকা গানম্যান আরজু মোল্যার শটগান থেকে বের হওয়া গুলি লেগেছে ভরসা গ্রুপের নোহা মাইক্রোবাসে। এতে দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টা ১০ মিনিটে ওই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। স্কুলের সামনে গুলির শব্দে এলাকায় প্রথমে কিছুটা আতঙ্ক ছড়ায়। অভিবাবক ও শিক্ষার্থীরা উদ্বিগ্ন হন। খবর পেয়ে ভাটারা থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবগত করা হয়। এ প্রসঙ্গে ডিএমপির ভাটারা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বলেন, স্কুলের সামনে এহসান গ্রুপ ও ভরসা গ্রুপের দুটি গাড়ি এসেছিল। দুটি গাড়িই এসেছিল বাচ্চা নেয়ার জন্য। একটি গাড়িতে গানম্যান ছিলেন। সেই গাড়ির গানম্যানের হাতে থাকা শটগান থেকে মিসফায়ার হয়। খবর পাওয়ার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি আরো বলেন, গানম্যানকে জিজ্ঞাসাবাদ এবং বন্দুকের লাইসেন্সের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ভাটারা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, এহসান গ্রুপের এক পদস্থ কর্মকর্তার সন্তানকে নিতে আসা গাড়িতে থাকা গানম্যানের শটগান থেকে অসাবধনতাবশত একটি গুলি বের হয়ে ভরসা গ্রুপের গাড়িতে লাগে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুই গ্রুপের কারো কোনো অভিযোগ না থাকার লিখিত দেয়ায় বিষয়টি নিষ্পত্তি হয়েছে। তিনি জানান, দুই গ্রুপের এমডির মেয়ে ওই স্কুলের শিক্ষার্থী। উভয় গাড়ি পার্কিংয়ে ছিল। উল্লেখ্য বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের ৮০ নম্বর প্লটে ইন্টারন্যাশন্যাল স্কুল অব ঢাকার অবস্থান। এ স্কুলে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক, বসুন্ধরা আবাসিক এলাকায় ফ্ল্যাট বা প্লট নিয়ে বসবাসকারী উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়াশুনা করে। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আন্তর্জাতিক মানের শিক্ষার ঘোষণা দিয়ে ১৯৯৯ সালের আগস্ট মাসে প্রাথমিক যাত্রা শুরু করে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। তবে আনুষ্ঠানিকভাবে স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০০ সালের ২৪ মে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মানবিক ও বিজ্ঞান বিভাগে ৭০০ এর বেশি শিক্ষার্থী রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App