×

সারাদেশ

ফের তাপপ্রবাহের শঙ্কা

৮ বিভাগের উপর দিয়েই বয়ে যাচ্ছে কালবৈশাখী

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : দেশের আট বিভাগের বেশির ভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। কয়েক দিন ধরে টানা ঝড়, বৃষ্টি ও বজ্রপাতে তাপমাত্রা নেমেছে সহনীয় পর্যায়ে। ঝড়-বৃষ্টি হতে পারে আরো ৫ দিন। এরপরই আবার দেশে তাপপ্রবাহ দেখা দেয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের তৃতীয় সপ্তাহেই তাপমাত্রা আবার বেড়ে যেতে পারে। সারাদেশে এক মাসেরও বেশি ভয়াবহ তাপদাহের পর গত ২ মে থেকে বৃষ্টির প্রভাবে কমেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে, ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল নোয়াখালীর হাতিয়ায়। পূর্বাভাস অনুসারে, সারাদেশে আজ দিনের তাপমাত্রা কম থাকবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার দিন ও রাতের তাপমাত্রা উভয়ই কমার সম্ভাবনা আছে। কারণ লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, বৃষ্টি আরো অন্তত পাঁচ দিন থাকতে পারে বলে মনে হচ্ছে। দিনের কোনো এক সময়, অর্থাৎ ২৪ ঘণ্টায় একবার বৃষ্টি হতে পারে। তিনি বলেন, আবহাওয়া যেহেতু ঠাণ্ডা হয়ে গেছে, শিলার পরিমাণ কমে আসবে। যেসব জায়গায় মেঘের উচ্চতা বেশি হবে, সে রকম দুয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। তিনি আরো বলেন, এ মাসে আবারো তাপদাহ আসার সম্ভাবনা আছে। মাসের দ্বিতীয় সপ্তাহের শেষে বা তৃতীয় সপ্তাহের শুরুতে আবারো তাপদাহ শুরু হতে পারে। আগামী তিন দিন প্রায় সারাদেশেই কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বুধবার জারি করা ওই সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে বিচ্ছিন্নভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। একই সঙ্গে বিচ্ছিন্নভাবে বজ্রপাত ও শিলা বৃষ্টি হতে পারে। নৌদুর্ঘটনা এড়াতে ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। গতকাল বুধবার দেশের অন্তত ৪০টি অঞ্চলে প্রচুর বৃষ্টি ও ঝড় হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল বুধবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৫১ মিলিমিটার। এছাড়া ঢাকায় ১২, চট্টগ্রামে ৬, বরিশালে ৩৩, সিলেটে ২, চুয়াডাঙ্গায় ১৬৫, যশোরে ৩৪, কুমারখালীতে ২৮, মাদারীপুরে ২২, ফরিদপুরে ২৮, গোপালগঞ্জে ১৯, টাঙ্গাইলে ১৮, দিনাজপুরে ৩৫, মোংলায় ২১, সাতক্ষীরায় ৩৬, খেপুপাড়ায় ৩৮, পটুয়াখালীতে ১৬, ভোলায় ৩৮ এবং ঈশ্বরদীতে ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের অধিকাংশ এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। তবে দক্ষিণাঞ্চলে কিছুটা বেশি, ২৬ ডিগ্রি সেলসিয়াস। অতি তীব্র তাপদাহ বয়ে যাওয়ায় যে খেপুপাড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রির উপরে, সেখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। চলতি মৌসুমের এবং ৫১ বছরের মধ্যে যশোরের সর্বোচ্চ তাপমাত্রা যেখানে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল, সেখানে গতকাল ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি। আর চুয়াডাঙ্গায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি, কয়েক দিন আগে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ দশমিক ৭ ডিগি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App