×

সারাদেশ

উপজেলা পরিষদ নির্বাচন

মহম্মদপুরে জয়-পরাজয়ে ‘ফ্যাক্টর’ বিএনপি-জামায়াত

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : প্রথম ধাপের নির্বাচন শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৭ প্রার্থী। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করবেন। এদিকে ভোট নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। নির্বাচনে আওয়ামী লীগের ভোটের মধ্যে চলছে ভাগাভাগির হিসাব, তাদের ভরসা এখন বিএনপি ও জামায়াতের ভোটের ওপর। উপজেলা বিএনপি এবং জামায়াত সমর্থিত ভোটাররা যাকে ভোট দেবেন, সেই জয়ী হবেন বলে ধারণা সবার। প্রার্থীরাও নানা প্রতিশ্রæতি দিয়ে বিএনপির সমর্থন পাওয়ার আশায় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। আবার বিএনপির সমর্থিত কর্মীদের মধ্যে কেউ কেউ তাদের পছন্দের প্রার্থীর কথা বলছেন বা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনও করছেন। এদিকে সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ভোটের হিসাব-নিকাশে পিছিয়ে নেয় তারা। ভোটারদের ধারণা, ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মুখে শোনা যাচ্ছে ৭ প্রার্থীর মধ্যে বিএনপির ভোট যে প্রার্থী বেশি টানতে পারবে, সেই চেয়ারম্যান নির্বাচিত হবে। গ্রামে গ্রামে, রাস্তা পাশের চায়ের দোকানে বা হাট-বাজারে চায়ের দোকানে এসব আলোচনার ঝড় তুলছেন সাধারণ ভোটাররা। তবে বিএনপি ভোট কেন্দ্রে যাবে কিনা এ নিয়েও চলছে জল্পনা-কল্পনা। উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু ও সহসভাপতি এস এম ইউনুচ আলীসহ কয়েক নেতা জানান, প্রার্থীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের পক্ষে ভোট দেয়ার অনুরোধ করছেন। কিন্তু বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেয়া সম্ভব নয় বলে তাদের জানিয়ে দিয়েছি। উল্লেখ্য, গত ২ মে প্রতীক পাওয়া পর থেকে প্রচারে নেমে পড়েছেন সব প্রার্থী। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে উপজেলার রাস্তা-ঘাট ও হাট-বাজারসহ উপজেলার সর্বত্র। বৃষ্টিতে পোস্টার ভিজে নষ্ট হলেও আবার নতুন পোস্টারে পোস্টারে চেয়ে গেছে পুরো এলাকা। প্রার্থীকে নিয়ে তার সমর্থকরা উপজেলাব্যাপী মোটরসাইকেল শোডাউন দিচ্ছেন। দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিংয়ে মুখরিত উপজেলা। আবার শব্দদূষণ করে নির্বাচনী বিধি ভঙ্গ হয় কিনা এ বিষয়ে নজর দিতে বলেছেন সচেতন মহল। উপজেলার মোট ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৬২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App