×

খেলা

প্রস্তুতি ম্যাচ

বাংলাদেশের কাছে হেরেছে অস্ট্রেলিয়া

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৩:২১ পিএম

বাংলাদেশের কাছে হেরেছে অস্ট্রেলিয়া

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরুর আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের শুরু ভালো ছিল না বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ১১২ রানের হারের পর এবার নিজেদের দ্বিতীয় ও সর্বশেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয়ে মূলপর্বের আগে আত্মবিশ্বাস ঝালিয়ে নিলো যুবা টাইগাররা। 

পেসার রোহানাত দৌলাহ বর্ষণের হ্যাট্রিকসহ চার উইকেটের ঝলকে অস্ট্রেলিয়ার যুবাদের ১০৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ ক্রিকেট দল। ইয়াং টাইগাররা ছাড়াও অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে জয় পেয়েছে ভারত, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড।

আগামীকাল (১৯ জানুয়ারি) পর্দা উঠছে যুব বিশ্বকাপের। বর্ষণের হ্যাট্রিকের সুবাদে ১৬৫ রানেই গুটিয়ে যায় অজি বাহিনী। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন হারজাস সিং। বাংলাদেশের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন বর্ষণ। এ ছাড়া মাহফুজুর নিয়েছেন ২ উইকেট।

সহজ লক্ষ্য তাড়ায় শুভসূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনারের বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশও। রাফায়েল ম্যাকমিলানের বলে ২৯ বলে ২৩ রান করে এলবিডব্লিউ হন জিসান আলম। পরে আরিফুলকে সঙ্গে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন রিজওয়ান। শেষ পর্যন্ত চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৫৯ বলে ৫৩ রানের ইনিংসে ম্যাচ জিতে নেয় টাইগাররা।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App