×

টিপস

সোনার গয়না কালো হয়ে যাচ্ছে? বাড়িতেই পরিষ্কার করা যাবে যেভাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১০:০২ পিএম

সোনার গয়না কালো হয়ে যাচ্ছে? বাড়িতেই পরিষ্কার করা যাবে যেভাবে

ছবি: সংগৃহীত

সোনার গয়না পরতে কার না ভাল লাগে? কিন্তু দিনকালের কথা ভেবে সেই সব গয়না পরাই হয় না। আলমারি কিংবা ব্যাংকের লকারে পড়ে থেকে কেমন যেন কালচে হয়ে গিয়েছে। বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকলেও অনেক সময়ে এই ধরনের সমস্যা দেখা যায়। এখন সোনার গয়নায় আবার নতুনের মতো ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে গেলে তো দোকানে ছুটতে হবে। কিন্তু দোকানে যে যাবেন, এত সময়ই বা কোথায়? তার চেয়ে বরং বাড়িতে গয়না পরিষ্কার করার সহজ টোটকা জেনে রাখুন।

ঘরেই সোনার গয়না পরিষ্কার করবেন যেভাবে-

কাপড় কাচার গুড়ো সাবান আর গরম পানিই যথেষ্ট এই কাজের জন্য। একটি পাত্রে ঈষদুষ্ণ পানি নিন। তার মধ্যে মিশিয়ে দিন কাপড় কাচার গুড়ো পাউডরি। এবার সেই পাত্রেই ফেলে দিন কয়েকটি গয়না। ১০-১৫ মিনিট ডুবিয়ে রাখুন। এরপর এক-একটি গয়না তুলে নিয়ে নরম কোনো ব্রাশ দিয়ে ঘষে নিন এক এক করে।

ভাল করে ঘষে নেয়ার পর ঠান্ডা পানিতে ধুয়ে নিন গয়না। প্রতিটি গয়না আলাদা আলাদা করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। গয়না মোছার জন্য যে কাপড় ব্যবহার করছেন, তা যেন বেশি রুক্ষ না হয়। সুতির পাতলা কাপড় কিংবা কোমল মলমল কাপড় দিয়েই সোনার গয়না পরিষ্কার করা ভাল। যদি ব্রাশ ব্যবহার করেন, সেটিও হতে হবে কোমল।

আরো পড়ুন: ফ্রিজ দুর্গন্ধমুক্ত রাখবেন যে কৌশলে

আরো পড়ুন: মুখের দুর্গন্ধ যাচ্ছে না? যে কারণে এ সমস্যা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

জাতিসংঘে মোদি ও ইউনূসের বৈঠক হচ্ছে না

জাতিসংঘে মোদি ও ইউনূসের বৈঠক হচ্ছে না

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজ যা দেখবেন

বাংলাদেশ-ভারত ম্যাচসহ টিভিতে আজ যা দেখবেন

যে কারণে দেবকে চান চয়নিকা

যে কারণে দেবকে চান চয়নিকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App