×

মুক্তচিন্তা

সাইবার নিরাপত্তায় কী করবেন, কী করবেন না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম

সাইবার নিরাপত্তায় কী করবেন, কী করবেন না

সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম। গ্রাফিক্স: ভোরের কাগজ টিম

একবিংশ শতাব্দীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্যতম প্রধান চ্যালেঞ্জের নাম ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল অপরাধ কমানো। বর্তমান সময়ে অনলাইনে প্রতিদিন শতকোটি তথ্য বা ডেটা আদান-প্রদান করা হচ্ছে, যার মধ্যে অনেক প্রাতিষ্ঠানিক গোপনীয় তথ্য থাকে। আবার থাকে ব্যক্তিগত অনেক তথ্য; যেগুলো বেহাত হলে হয়ে যেতে পারে অনেক বড় ক্ষতি। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে সাইবার অপরাধের সংখ্যাও। ডিজিটাল এই যুগে কম্পিউটার, ইন্টারনেট ও ভার্চুয়াল জগতের সঙ্গে আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সবাই জড়িত। প্রতিদিন ব্যবহার ও যোগাযোগের প্রধান ও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ইন্টারনেট। বর্তমান বিশ্বের দিকে নজর দিলে বুঝা যায় যে প্রযুক্তি কতটা দাপিয়ে বেড়াচ্ছে। ৬ থেকে ৬০ বছরের যে কেউই প্রযুক্তির মায়াজালে আবদ্ধ হওয়া থেকে রেহাই পাচ্ছে না। হবেই নাই বা কেন? প্রযুক্তির মাধ্যমেই আমরা হয়ে উঠেছি আরো বেশি শক্তিশালী। একটি জরিপে দেখা যায়, বর্তমানে ৮ থেকে ১৮ বছর বয়সের বাচ্চারা প্রতিদিনে গড়ে প্রায় ৭ ঘণ্টা ৩৮ মিনিট ব্যয় করে থাকে, এর সংখ্যা আরো বহুগুণ বেড়েছিল যখন করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। ডিজিটাল বাংলাদেশে যেখানে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, ইন্টারনেট ব্যবহারকারী বর্তমান জনসংখ্যার ৬২%। ইন্টারনেট ব্যবহার করে যেমন মানুষ উপকৃত হচ্ছে, তেমনি বাড়ছে ব্যবসা-বাণিজ্য, ক্রয়-বিক্রয় আর্থিক লেন-দেন, আরো বৃদ্ধি পাচ্ছে কর্মসংস্থান, কমছে বেকারত্বের হার। সাড়ে ৬ লাখের উপরে ফ্রিল্যান্সার ঘরে বসেই দেশ-বিদেশে ব্যবসা করছে। এটিই ডিজিটাল বাংলাদেশের কৃতিত্ব। ডিজিটাল যুগে নিরাপদ থাকার জন্য আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারি যা নিচে উল্লেখ করা হলো। সোশ্যাল মিডিয়া সুরক্ষা ✓ ৮-১৫ সংখ্যার শক্তিশালী পাসওয়ার্ড/পিন ব্যবহার করা। ✓ মাল্টিফেক্টর অথেনটিকেশন সেবা চালু রাখা। ✓ জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এর কপি/ছবি ইত্যাদি অপরিচিত কারো সাথে আদান-প্রদান না করা। ✓ অনলাইনে অপরিচিত ব্যক্তির সাথে যোগাযোগ না করা। ✓ ম্যাসেজ এ কারো দেওয়া কোনো লিংক (ওয়েবসাইট) এ প্রবেশ না করা। ✓ নিজের ছবি, ভিডিও বিভিন্ন তথ্য শেয়ার এর পূর্বে নির্দিষ্ট শেয়ার প্রাইভেসি নির্বাচন করুন। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কিছু নির্দেশনা ✓ যেকোনো পোষ্ট শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করুন। ✓ সংবেদনশীল কোনো তথ্য আদান-প্রদান, সংরক্ষণ ও পোষ্ট করা থেকে বিরত থাকুন। ✓ যতটা সম্ভব নিজের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করুন। ✓ ধর্মীয় উস্কানিমূলক কোনো তথ্য পোষ্ট, শেয়ার কিংবা বার্তা প্রেরণ থেকে বিরত থাকুন। ✓ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। কম্পিউটার / মোবাইল ফোন সুরক্ষা ✓ ম্যালওয়্যার থেকে সুরক্ষায় মোবাইল এ এন্টিভাইরাস সেবা নিশ্চিত করুন। ✓ ইমেইল এ প্রাপ্ত ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ✓ ইন্টারনেট এ বিচরণে সাবধানতা অবলম্বন করা। শুধু মাত্র প্রয়োজনীয় বৈধ এপ্লিকেশন/সফটওয়্যার ব্যবহার করা। ✓ কম্পিউটার ব্যবহারের পরে লগ আউট/ বন্ধ করে রাখুন। ✓ অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলুন অথবা অচল করে রাখুন। ✓ সব সময় হালনাগাদ রাখুন। কম্পিউটার মোবাইল ব্যবহারে কিছু নির্দেশনা ✓ সংবেদনশীল ছবি সংরক্ষণ না করা। ✓ নিজের ব্যক্তিগত ডিভাইস অন্যকে ব্যবহার করতে দেয়া থেকে বিরত থাকা। ✓ ব্যবহৃত ডিভাইস পুনরায় বিক্রির অথবা মেরামত করানোর সময় সাবধানতা অবলম্বন করা। ✓ অপরিচিত কারো পেন ড্রাইভ, মেমোরি কার্ড ব্যবহার না করা। ✓ অপরিচিত কোথাও "ফ্রি ওয়াইফাই' ব্যবহার না করা। ✓ ইন্টারনেটে বিচরণে সাবধানতা অবলম্বন করা। শুধু মাত্র প্রয়োজনীয় বৈধ এপ্লিকেশন/সফটওয়্যার ব্যবহার করা। আরো কিছু নির্দেশনা ✓ সন্দেহভাজন কারো ফোন কলে পেলে তার পরিচয় যাচাই করুন। ✓ এসএমএস এ প্রাপ্ত ওটিপি কোড গোপন রাখুন। ✓ অপরিচিত ব্যক্তির সাথে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার থেকে বিরত থাকুন। ✓ একাউন্ট তৈরিতে ব্যবহৃত তথ্য গোপন রাখুন। ✓ অনাকাঙিক্ষত অপ্রয়োজনীয় প্রাপ্ত এসএমএস, কল যথাসম্ভব এড়িয়ে চলুন। ✓ কোনো লিংক এ প্রবেশ করার পূর্বে যাচাই করে নিন লিংকটি ফিশিং লিংক কিনা? ✓ প্রতারণার শিকার হলে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করুন। সাইবার জগতে শিশুদের নিরাপদ রাখতে আমাদের করণীয় ✓ নিজেদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করতে দেয়া থেকে বিরত থাকুন ✓ নির্দিষ্ট পলিসি অনুযায়ী সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে পৃথক একাউন্ট তৈরি করুন। ✓ অনলাইন এ বিচরণ নিয়ন্ত্রণ করুন। ✓ ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে দেয়ার ক্ষেত্রে ডিজিটাল প্যারান্টাল কন্ট্রোল নিশ্চিত করুন। ✓ সাইবার নিরাপত্তা এবং করণীয় সম্পর্কে শিক্ষা দিন। লেখক: জেনিফার আলম, সাইবার নিরাপত্তা বিশ্লেষক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App