×

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ের নতুন ফ্লাগশিপ আসছে এপ্রিলে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৮, ১১:৩০ এএম

হুয়াওয়ের নতুন ফ্লাগশিপ আসছে এপ্রিলে
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস ২০১৮। স্মার্টফোনের বড় এই প্রদর্শনীতে বিখ্যাত সব হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ ফ্লাগশিপ ডিভাইসগুলো প্রদর্শন করবে। কথা ছিল এই প্রদর্শনীতে হুয়াওয়ে তাদের সর্বশেষ ডিভাইস পি ১১ প্রদর্শন করবে। কিন্তু অন্য ফোন কোম্পানির সাথে প্রতিযোগিতায় হেরে যাওয়ার ভয়ে নিজেদের ফ্ল্যাগশিপ লঞ্চ পিছিয়ে দিল হুয়াওয়ে। আগে জানানো হয়েছিল আগামী মোবাইল কংগ্রেসেই তাদের নতুন ফ্ল্যাগশিপ হুয়াওয়ে পি১১ লঞ্চ করবে এই চীনা কোম্পানিটি। যদিও এখন জানা যাচ্ছে বার্সেলোনাতে দিনের আলো দেখতে পাবে না এই ফোন। হুয়াওয়ে জানিয়েছে, আগামি এপ্রিল মাসে আলাদা এক ইভেন্টে ইউরোপের কোথাও লঞ্চ হবে পি ১১। নিজেদের ফ্ল্যাগশিপ মোবাইল কংগ্রেসে লঞ্চ না করলেও হুয়াওয়ে এই ইভেন্টেই লঞ্চ করবে কোম্পানির লেটেস্ট টু ইন ওয়ান নোটবুক। যদিও কোম্পানি জানিয়েছে আমেরিকাতে ফোন বিক্রিতে কিছু সমস্যার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। এছাড়াও এখনো শেষ হয়নি ফোনের ট্রিপল ক্যামেরা সেটআপ অ্যাডজাস্টমেন্টের কাজ। প্রসঙ্গত এই ইভেন্টেই স্যামসাং লঞ্চ করবে গ্যালাক্সি এস নাইন এবং গ্যালাক্সি এস নাইন প্লাস। বিশেষজ্ঞদের মতে এই দুটি ফোন ছাড়া এই ইভেন্টে আর কোন বড় ফোন লঞ্চ হওয়ার সম্ভবনা নেই এই বছরে। যদিও গত বছর এলজি, হুয়াওয়ে এই ইভেন্টেই লঞ্চ করেছিল তাদের ২০১৭ সালের ফ্ল্যাগশিপগুলি। আর স্যামসাং মার্চ মাসে পিছিয়ে দিয়েছিল তাদের ফ্ল্যাগশিপ লঞ্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App