রেডিট লগইনে ত্রুটি, হতাশ ব্যবহারকারীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৩:২৮ পিএম
ছবি: সংগৃহীত
জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম রেডিটে হটাৎ করেই আর প্রবেশ করা যাচ্ছে ন। বুধবার (২৮ আগস্ট) থেকে রেডিটে প্রবেশ করতে চাইলেও এর ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। যদিও কিছুক্ষণ পরেই সাইটটি পুনরায় সচল হয়।
ডাউন ডিটেক্টরে (অনলাইন আউটেজ) ট্র্যাক করে দেখা গেছে বুধবার বিকাল ৪টা (ইস্টার্ন টাইম) থেকে রেডিটের সেবার সমস্যার ব্যাপারে ব্যবহারকারীদের রিপোর্ট ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে। খবর নিউইয়র্ক পোস্টের।
প্রতিবেদনটিতে বলা হয়, প্রায় ১ লাখ ৫০ হাজার রিপোর্ট ডাউন ডিটেক্টরে সনাক্ত হয়। যেখানে ব্যবহারকারীরা রেডিটের অ্যাপ, ওয়েবসাইট এবং সংযোগ সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করেন।
রেডিটে প্রবেশের চেষ্টা করার সময় ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান। যেখানে লেখা ছিল, আমরা একটি ত্রুটির সম্মুখীন হয়েছি, পরে আবার চেষ্টা করুন। আউটেজের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানায়নি রেডিট কর্তৃপক্ষ।
পরে অবশ্য এক আপডেটে রেডিট বিকাল ৪টায় (ইস্টার্ন টাইম) জানায়, সকল সমস্যার সমাধানে আমাদের টিম কাজ করছে। খুব দ্রুতেই লগইনের ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি।
এর আগে গতবছরের এপ্রিল মাসে কোম্পানিটি একই ধরনের আউটেজের সম্মুখীন হয়েছিল।
ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো ভিত্তিক কোম্পানিটি বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ পরিচালনা করে। এ বছরের এপ্রিল মাসে রেডিটের সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৬৭ মিলিয়নেরও বেশি ।
আরো পড়ুন: যেসব এআই ফিচার নিয়ে আসছে ভবিষ্যতের স্মার্টফোন
বুধবারের লেনদেনের সময় রেডিটের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ কমে যায় এবং লেনদেনের সময় শেষ হওয়ার পরে তা আরো হ্রাস পায়।