×

তথ্যপ্রযুক্তি

মোবাইল ইন্টারনেটের ধীরগতিতে ফেসবুক ব্যবহারে সমস্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৭:০৫ পিএম

মোবাইল ইন্টারনেটের ধীরগতিতে ফেসবুক ব্যবহারে সমস্যা

রয়টার্স ফাইল ছবি

হঠাৎ মোবাইল ইন্টারনেটের গতি কমেছে ঢাকার বিভিন্ন স্থানে। অনেকেই ফেসবুক-মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না। প্রবেশ করলেও বার্তা বা ছবি পোস্ট করতে পারছেন না। অন্যদের পোস্টে ক্লিক করেও বার্তা বা ছবি দেখা যাচ্ছে না। ফেসবুকে হালনাগাদ পোস্টও খুঁজে পাওয়া যাচ্ছে না। 

বুধবার (১৭ জুলাই) দুপুর থেকে প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেটে ধীরগতি দেখা গেছে। পাশাপাশি ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারেও সমস্যা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থাকা নাসির নামে এক শিক্ষার্থী জানান, মঙ্গলবার রাতে ভিপিএনের (ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) মাধ্যমে মোবাইল ফোনে ধীরগতিতে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা গেলেও এখন তা সম্ভব হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানেও একই ধরনের সমস্যা হচ্ছে।

গুলিস্তানের ফায়ার সার্ভিস মোড় এবং চানখাঁরপুলেও একই অবস্থা বলে জানান সানজানা ও অর্ণব নামের দুই শিক্ষার্থী। জানা গেছে, মিরপুর থেকেও ফেসবুক ও মেসেঞ্জার ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না।

মিরপুরের বাসিন্দা রায়হান নামের এক শিক্ষার্থী জানান, ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে। কিন্তু মোবাইল ইন্টারনেটের মাধ্যমে সমস্যা হচ্ছে।

পরিচয় গোপন রাখার শর্তে একজন ইন্টারনেট যোগাযোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, আইআইজি বা অপারেটরের মাধ্যমে যেকোনো ওয়েবসাইটে প্রবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব। শুধু তা-ই নয়, সংশ্লিষ্ট সরকারি নিয়ন্ত্রক সংস্থা চাইলে নিজস্ব প্রযুক্তি কাজে লাগিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত বিভিন্ন ওয়েবসাইটের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারে। 

তিনি আরও জানান, ইন্টারনেটের গতি কম থাকলে ফেসবুকের নিজস্ব অ্যালগোরিদম অনেক সময় হালনাগাদ পোস্টগুলো কম দেখায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App