×

তথ্যপ্রযুক্তি

ক্রিয়েটিভ আইটির নতুন শাখা চালু হলো মিরপুরে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৯:০২ পিএম

ক্রিয়েটিভ আইটির নতুন শাখা চালু হলো মিরপুরে

ক্রিয়েটিভ আইটির নতুন শাখা উদ্বোধন করেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন

দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট তথ্যপ্রযুক্তি খাতে আরো দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে রাজধানীর মিরপুর ১০ নম্বরে নতুন শাখা চালু করেছে। এর ফলে মিরপুরে বসবাসকারীরা সহজেই তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ নিতে পারবেন। 

সোমবার নতুন শাখার উদ্বোধন করেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এবং ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জিয়া উদ্দিন মাহমুদ। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৮ সালে যাত্রা শুরু করা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এরই মধ্যে ৭০ হাজারের বেশি শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের চাকরি-বিষয়ক বিভিন্ন পরামর্শও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

এর ফলে প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের অনেকেই বর্তমানে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে সফলভাবে কাজ করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় ধানমন্ডিতে হলেও রাজধানীর উত্তরা ও চট্টগ্রামে এর শাখা রয়েছে।

মিরপুরে নতুন শাখা চালুর বিষয়ে মনির হোসেন বলেন, ‘দেশের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে গড়ে তুলে স্বাবলম্বী করাই আমার লক্ষ্য। একই সঙ্গে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই।’

শাখা উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সহ-উপাচার্য মো. আলী নূর, নর্দান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নজরুল ইসলাম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল

চাকরিপ্রত্যাশীদের উদ্দেশে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়ছে

২ দপ্তরে নতুন সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজিকে ওএসডি

২ দপ্তরে নতুন সচিব, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজিকে ওএসডি

যোগসাজশে বোতলজাত পানির দাম বৃদ্ধি, ৭ কোম্পানির বিরুদ্ধে মামলা

যোগসাজশে বোতলজাত পানির দাম বৃদ্ধি, ৭ কোম্পানির বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App