×

তথ্যপ্রযুক্তি

ফেসবুক ডাউন দেখে এক্সে বার্তা দিলেন জাকারবার্গ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১০:৩১ পিএম

ফেসবুক ডাউন দেখে এক্সে বার্তা দিলেন জাকারবার্গ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হতে দেখা গেছে। বিশ্বজুড়েই হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েছেন। এরপর লগইন করার চেষ্টা করলেও তা সম্ভব হয় না।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এমন সমস্যার পর এক্স হ্যান্ডলে এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এক পোষ্টে জানান, 'চিল। কয়েক মিনিট অপেক্ষা করুন সবকিছু সমাধান হয়ে যাবে।' 

এদিকে দেশে ও দেশের বাইরে খোঁজ নিয়ে জানা যায়, হঠাৎ করেই ফেসবুক লগআউট হয়ে গেছে সবার। এসময় অনেকেই ভেবেছিলেন যে তাদের ফেসবুক আইডিটি হ্যাক হয়ে গেছে। পরে পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেও কোনো সফলতা পাওয়া যায়নি। এরপর গণমাধ্যমে সংবাদ দেখে এবং বিভিন্ন পরিচিতজনকে ফোন দিয়ে তারা নিশ্চিত হন যে এটি আসলে ফেসবুকের কারিগড়ি ত্রুটি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App