×

তথ্যপ্রযুক্তি

প্লে স্টোর থেকে ৬০ অ্যাপ সরাল গুগল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৮, ০৪:২৭ পিএম

প্লে স্টোর থেকে ৬০ অ্যাপ সরাল গুগল
প্লে স্টোর থেকে আরও ৬০টি অ্যাপ সরিয়ে নিয়েছে গুগল।অ্যাপগুলোতে ম্যালওয়্যার থাকায়র অভিযোগে সেগুলো অ্যান্ড্রয়েড স্টোর থেকে বহিষ্কার করেছে কতৃপক্ষ।তালিকায় থাকা প্রতিটি অ্যাপ ও গেইমে ‘অ্যাডাল্ট সোয়াইন’ নামক ম্যালওয়্যার পেয়েছে নিরাপত্তা গবেষণা ফার্ম চেকপয়েন্ট। ম্যলওয়্যারটি ব্যবহারকারীদের পর্নো ছবির লিঙ্ক বিজ্ঞাপন হিসেবে দেখাচ্ছিল।গুগলের শর্ত অনুযায়ী, কোনও অ্যাপ বিজ্ঞাপনে সরাসরি পর্নো দেখাতে পারবে না। তবে অ্যাপ নির্মাতারা স্বেচ্ছায় ম্যালওয়্যারটি যুক্ত করেছেন কিনা তা নিয়ে গুগল তদন্ত চালাচ্ছে।তদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে অ্যাপগুলোর নির্মাতাদের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হতে পারে। আপতত ম্যালওয়্যারযুক্ত অ্যাপের নির্মাতাদের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেয়া হয়েছে।শুধু বিজ্ঞাপন দেখানোতেই অ্যাডাল্ট সোয়াইন ক্ষান্ত থাকেনি। ব্যবহারকারীদের ভুয়া ভাইরাস আক্রান্তের খবর দিয়ে অ্যান্টিভাইরাসের নামে আরও ক্ষতিকর অ্যাপ ডাউনলোড করতে প্ররোচিত করেছে।গুগলের ভাষ্যমতে, সবচেয়ে ভয়াবহ সমস্যাটি হচ্ছে অ্যাডাল্ট সোয়াইন আক্রান্ত বেশ কিছু শিশুতোষ গেইম সেই তালিকায় রয়েছে। ফলে এর মধ্যেই বেশ কিছু শিশু এমন পর্ন বিজ্ঞাপনের মুখোমুখি হয়েছে।অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার সমস্যা বেশ পুরাতন। তবে সম্প্রতি গুগল এ ব্যাপারে পদক্ষেপ দৃঢ় করায় তা অনেকটাই কমে এসেছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App