×

তথ্যপ্রযুক্তি

আমি ক্ষমা প্রার্থনা করছি, একইসঙ্গে আমার স্ত্রীকেও তালাক দিচ্ছি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৩ পিএম

আমি ক্ষমা প্রার্থনা করছি, একইসঙ্গে আমার স্ত্রীকেও তালাক দিচ্ছি

লন্ডনের একটি ওয়েডিং হলে বাঙালিদের এক বিয়ের অনুষ্ঠান বর এমন একটি ঘোষণা দেয়

লন্ডনের একটি ওয়েডিং হলে বাঙালিদের এক বিয়ের অনুষ্ঠান চলছে। কয়েক শ অতিথির সমাগমের কারণে সারা হল গমগম করছে। বর শেরওয়ানি পরেছে আর কনে পরেছে জরির কাজ করা লম্বা ওয়েডিং গাউন।

অতিথিসহ হবু দম্পতি এবং তাদের পিতা মাতা, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের হাসি আর ধরে না। বিয়ের আনুষ্ঠানিকতার পর মঞ্চে পরিচিতি ও বক্তৃতা পর্ব চলাকালে ছেলেটির হাতে লেগে বিশাল কেক মেয়েটির গায়ের ওপর পড়ে গেল। 

আকস্মিক এই ঘটনায় হাসির রোল উঠলো বিয়ের অনুষ্ঠানে।

মেয়েটি তখন তার সদ্যবিবাহিত বরের উপর ক্ষিপ্ত হলো এবং জেদ ধরলো সরি বলার জন্য। ছেলেটি এই দুর্ঘটনায় বেশ অনুতপ্ত হলো এবং মেয়েটির কাছে কয়েকবার ক্ষমা চাইলো। 

মেয়েটি বললো এভাবে সরি বললে যথেষ্ট হবে না। মাইক্রোফোনে সমবেত সবার উদ্দেশ্যে সরি বলতে হবে।

বর খুব বেশি দেরি করলো না। সে মাইক হাতে নিয়ে বললো, আমি এই ঘটনার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। একইসঙ্গে আমি আমার স্ত্রীকেও তালাক দিচ্ছি।

লন্ডনের এই ঘটনাটি ফেসবুকে শেয়ার দিয়ে সাংবাদিক মিজানুর রহমান খান লিখেছেন, আজকাল মানুষ এতো সহজেই অসহিষ্ণু হয়ে পড়ছে কেন? 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App