×

তথ্যপ্রযুক্তি

বিটিভি আসছে ইউটিউবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৭, ০৩:০৭ পিএম

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আসছে ইউটিউবে। আজ সোমবার চ্যানেলটির ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে বিটিভির ইউটিউব চ্যানেল।বিটিভিতে এক সময়কার জনপ্রিয় নাটক বহুব্রীহি, সংশপ্তক, এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই এর মতো নাটকগুলো আপলোড করা হবে ইউটিউব চ্যানেলটিতে। এতে ধারাবাহিকভাবে নতুন অনুষ্ঠানগুলোও যুক্ত করা হবে।বিটিভির আর্কাইভে সংরক্ষিত সব অনুষ্ঠানই পর্যায়ক্রমে চ্যানেলটিতে যুক্ত হবে। পুরো প্রক্রিয়ার দায়িত্বে আছেন বিটিভির ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক মো. মাসুদুল হক।সোমবার চ্যানেলটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই অনুষ্ঠান লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ইউটিউব চ্যানেলে যাত্রা করবে।ইউটিউব ছাড়াও ইতিমধ্যে ফেইসবুকে ও টুইটারে সরব আছে বিটিভি। ফেইসবুকের বিটিভির অনেক অনুষ্ঠান লাইভ প্রচার করা হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App