×

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল ওয়ার্ল্ডের সমাপনী আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৭, ০১:৪৩ পিএম

আজ পর্দা নামছে দেশের তথ‌্যপ্রযুক্তি খাতের বড় আসর ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই আসর আজ সমাপনী অনুষ্ঠানের মাধ‌্যমে ইতি টানবে। সন্ধ‌্যায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ এই আয়োজনের অংশীদার এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এর আগে ৬ ডিসেম্বর ‘রেডি ফর টুমরো স্লোগানে’ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে মূল আকর্ষণ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট সোফিয়া। ৬ ডিসেম্বর রোবটটি নিয়ে হাজির হন এর উদ্ভাবক ড. ডেভিড হ‌্যানসন। রোবটটি একনজর দেখার জন‌্য সেদিন ডিজিটাল ওয়ার্ল্ড ছিল কানায় কানায় পূর্ণ। এরপরের দিন ৭ ডিসেম্বর প্রদর্শনীতে হাজির হন দুইবার দ‌্যা একাডেমি অ‌্যাওয়ার্ড প্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক নাফিস বিন জাফর। এছাড়াও এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে বেশ কিছু আন্তর্জাতিক মানের সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এতে দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা বক্তব‌্য রাখেন। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। বিআইসিসি-তে আয়োজিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড বরাবরের মতেহা আইসিটি ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে আয়োজন সহযোগী হিসেবে থাকছে  বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস(বেসিস) ও একসেস টু ইনফরমেশন (এটুআই)। ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭ এর পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং(বাক্য), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), বাংলাদেশ উইমেন ইন আইটি (বিআইডব্লিউটি), সিটিও ফোরাম। প্রদর্শনী আজ সকাল নয়টায় শুরু হয়েছে। চলবে রাত নয়টা পর্যন্ত। এতে বিনামূল্যে সবার প্রবেশাধিকার রয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App